চালক নেমে যাওয়ার পরে গড়াতে শুরু করে বাস, পিষ্ট হয়ে যুবক নিহত

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

সড়কের পাশে থামিয়ে বাস থেকে নেমে যান চালক। ভেতরে কয়েকজন যাত্রী বসে ছিলেন। হঠাৎ বাসটি গড়াতে শুরু করে। ওই বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি জানার পরে আমরা বাসটি জব্দ করেছি। তবে বাসচালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিলানী মুন্সী (১৮)। তিনি ভাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লার ইলিয়াস মুন্সীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এসপি পরিবহনের বিজয় নামে যাত্রীবাহী বাসটি বরিশালের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে এসেছিল। ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এসে কিছু সময়ের জন্য দাঁড়ায়। গাড়ি থামিয়ে চালক নেমে যান। এরপর গাড়িটি গড়িয়ে একটি কাউন্টারে ধাক্কা দেয়। ওই কাউন্টারের সামনে ২ যুবক দাঁড়িয়ে ছিলেন। চাকায় পিষ্ট হয়ে তারা দুজনই আহত হন। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির মুন্সী ডেইলি স্টারকে জানান, জিলানী মুন্সী ও জিনাল মুন্সী একই এলাকার বাসিন্দা এবং তারা বন্ধু। তারা চটপটি খাওয়ার জন্য বাসা থেকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডের পাশে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি তাদের চাপা দিয়ে কাউন্টারে গিয়ে আঘাত করে। তবে বাসের কোনো যাত্রী আহত হননি।

হামিদ উদ্দিন জানান, আহত জিনাল মুন্সী (১৮) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।