ছেলেকে ট্রেনে তুলে দিতে এসে প্রাণ গেল মায়ের

By নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন 'পঞ্চগড় এক্সপ্রেস' থেকে নামার সময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম (৬০) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের ইউনুস আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক দ্য ডেইলি স্টারকে বলেন, ওই নারী তার ছেলেকে দেখতে স্টেশনে আসেন। তার ছেলের ট্রেনে ঢাকা যাওয়ার কথা ছিল। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর পর তিনিও ছেলের সঙ্গে ট্রেসে ওঠেন। পরে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন এবং রেল ট্র্যাক্টে পিছলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।