ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর পৌনে ২টায় মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলের ২ পাশে প্রায় ৬ কিলোমিটার এলাকায় গাড়ীর দীর্ঘ লাইন হয়ে যায়। তবে, দুপুর আড়াইটার দিকে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ২টি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
নিহত মো. বাদশা মিয়া (৪০) পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া পরিচ্ছনতাকর্মী ছিলেন। তবে, তার গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'আজ দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে সেলফি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে চুয়াডাঙ্গাগামী জননী পরিবহনের একটি বাস ঢাকা থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিল। বেলা পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় যাত্রীবাহী বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ যুবকের মৃত্যু হয়।'
তিনি আরও বলেন, 'আহতদের মধ্যে ১৫ জনকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।'