দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনারের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনার ওমর ফারুক মাসুম (৩২) মারা গেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টায় কর কর্মকর্তা ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নামেন। সাঁতার কেটে দিঘীর মাঝখানে যাওয়ার পর বন্ধু ও সহকর্মীরা পাড়ে ফিরলেও তিনি দিঘীর মাঝখান থেকে আর ফিরতে পারেননি।

এ খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দিঘীতে তল্লাশি চালিয়ে বিকেল সোয়া ৫টায় তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি জানার পর নোয়াখালী-১ আসনের সাংসদ সদস্য এইচ এম ইব্রাহিম  ঘটনাস্থলে যান।

সূত্র জানায়, ওমর ফারুক মাসুম ৩১তম বিসিএসে যোগদান করেন এবং  ঢাকায় কর অঞ্চল ১৩ এর উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি রাম নারায়ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামে।