দিনাজপুরে মাটির দেয়াল চাপা পড়ে কিশোরের মৃত্যু
দিনাজপুরের বিরলে মাটির দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে দেয়ালচাপায় মারা যান মো. সুজন হোসেন (১৬)।
সুজন দিনাজপুরের বিরল পৌরসভার পাইকপাড়া মহল্লার মো. মানিক হোসেনের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, পাকা বাড়ি তৈরির জন্য মানিক হোসেন ও ছেলে সুজন বিকেল ৩টার দিকে বাড়ির পুরোনো মাটির দেয়াল ভেঙে ফেলার কাজ করছিলেন। এসময় হঠাৎ একটি দেয়াল ভেঙে সুজন ওপর চাপা পড়ে।
তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন এই ঘটনা নিশ্চিত করেছেন।