ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

By নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেবিসি এলাকার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের ডিউটিম্যান দীপঙ্কর মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৯টা ৫০ মিনিটে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খরব পেয়ে আমাদের ২টি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। অ্যাম্বুলেন্স যোগে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।'

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, 'সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। সেলফি পরিবহনের বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভারসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় আহত ৬ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের মধ্যে ট্রাকচালক খায়রুল (৬৫) এবং সেলফি পরিবহনের চালক ফেরদৌসের (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।'