নাটোরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

By নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরের বরাইগ্রাম উপজেলায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার বনপাড়ার মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, সিয়াম পরিবহন যাত্রী সাদিয়া (১২) ও কাওছার (১৮)। তারা সম্পর্কে ভাই-বোন। তাদের নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। এ ছাড়া টাঙ্গাইলের জলিল এবং নাটোরের লালপুর উপজেলার মোহনা আক্তার মিলি (২৫)।

নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল পরিবহনের একটি বাস ও ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন।

লিটন কুমার সাহা আরও বলেন, আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।