নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারে দগ্ধ ৪

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলার এক বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ফতুল্লায় পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কাউসার মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রিকশা চালক আনোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী রোজিনা বেগম (৪০), ছেলে রোহান (১৫) ও রোমান (১২) । তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোর ৫টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। দগ্ধ ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।'

তিনি বলেন, 'বাড়ি পাশে গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুন তাদের ঘরে লেগে যায়। ৪ জন ঘুমিয়ে ছিলেন।'

ঢাকা মেডিকেলের ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও বলেন, 'আনোয়ার হোসেনের শরীরের ৬০ শতাংশ, রোজিনার ৩০ শতাংশ, এবং ছেলেদের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।'