নারায়ণগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ১

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেনু দাশ বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত নারীর মরদেহ থানায় নেওয়া হয়। স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।'

তিনি আরও বলেন, 'ওই নারী হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখি দ্রুতগামী মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।'

'নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে,' যোগ করেন তিনি।