নারায়ণগঞ্জে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, ২ কলেজছাত্র নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার সহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ব্রাহ্মন্দি এলাকায় ঢাকা-আড়াইহাজার মহাসড়কে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী শাহে-প্রতাব এলাকার লিটন মিয়ার ছেলে লাদেন মিয়া (২০) ও একই এলাকার খোকন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)। তারা নরসিংদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নরসিংদী থেকে আড়াইহাজার যাওয়ার পথে ব্রাহ্মন্দি এলাকায় মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা প্রাইভেটকারসহ চালকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।'
তিনি বলেন, 'নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।'