নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-হালুয়াঘাট  সড়কের ইমাদপুরে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি।