নেত্রকোণায় স্কুলছাত্র ও কিশোরের মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্র এবং অপর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

স্কুলছাত্র রানা আহমেদ উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ি এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। গতকাল রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা নিহত হয়।

কিশোর নাসির উদ্দিন একই উপজেলার খারনৈ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। সোমবার রাতে পুকুরে ডুবে মারা যায় নাসির।

খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে যায় পুলিশ। এ দুটি ঘটনায় মামলা হয়েছে।