নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স
নোয়াখালী সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর হেরাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জনের নাম সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তারা সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনায় আরও দুই নারীসহ তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুবর্ণা আক্তারকে (১৭) নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই যাত্রী মন্জুয়য়া খাতুন ও মো. আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।