পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নাতির মৃত্যু, দাদা আহত

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই কিশোরের দাদা।

আজ শুক্রবার দুপুরের উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত কিশোর হৃদয় হোসেন (১২) ও তার দাদা মনসুর আলী (৭৫) বৃষ্টির মধ্যে বাড়ির পাশে নিজেদের পুকুরের মাছ ধরছিলেন।

এ সময় বজ্রপাত হলে এর আঘাতে দুজনই আহত হন। 

তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।