ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষার্থী লিয়ন শেখ (১৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়ন শেখ সদরের কৈজুরি ইউনিয়নের আলালপুর মহল্লার বাসিন্দা সোহরাব শেখের ছেলে। তিনি সদরের বাখুন্ডা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'পুলিশ ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে।  এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, লিয়ন শেখ একটি মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়িতে আসছিলেন। তখন নগরকান্দা থেকে ঢাকাগামী পেয়াজ ভর্তি ট্রাক পিছনের দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে আহত হন লিয়ন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লিয়নের মৃত্যু হয়।