ভাটারায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে রয়েছে সাদা গোল গলা গেঞ্জি ও নীল রঙের জিন্সের প্যান্ট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার এলাকার ১০০ ফুট ফ্যামিলি বাজারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ওই যুবককে আহত অবস্থায় অটোরিকশাচালক আবুল কালাম হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই যুবক বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল। সে সময় তার অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কালাম। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অটোরিকশা চালক আবুল কালাম পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে, বলেন বাচ্চু মিয়া।