মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ৫
মাদারীপুরের রাজৈর উপজেলায় নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। বাসটি খাদে পড়ে যাওয়ায় আহত হয়েছেন বাসের অন্তত ৫ যাত্রী।
আজ বৃহস্পতিবার সকালে মোস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ট্রাফিক উপপরিদশক রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাতে উপজেলার সানেরপাড়ে বটতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—রাজৈর উপজেলার নড়ারকান্দী গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫), একই উপজেলার তেলিকান্দী গ্রামের শাহজালাল মাতব্বরের ছেলে নুর নবী (২৮) ও সদর উপজেলার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৩)।
স্থানীয় বাসিন্দারা জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী আমানত শাহ পরিবহনের একটি বাস সানেরপাড় বটতলা এলাকায় পৌঁছে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রুহুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনার পরে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।