মানিকগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঘিওর উপজেলার জোকার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, সকালে জোকার এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে পাটুরিয়াগামী সেবা গ্রীন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ২ বাসে থাকার অন্তত ২৫ জন যাত্রী আহত হন। তাদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।