মৌলভীবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাসচাপায় ফখরুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামের বাসিন্দা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ব্রিকফিল্ড এলাকায় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফখরুল নিহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।