যশোরে মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
যশোরের কেশবপুর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।
আজ সোমবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেবাশীষ রায় (৪৪) কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের শুভাশীষ রায়ের ছেলে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল ২৩ মাইল স্থানে বাড়ি ফেরার পথে নিজ দোকানের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দেবাশীষ রায় মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কেশবপুর ও পরে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তির করেন।'
চিকিৎসাধীন অবস্থায় ভোররাত দেড়টার দিকে দেবাশীষ রায় মারা যান বলে জানান তিনি।