রংপুরে মাইক্রো-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও থ্রি হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ৫ জনের মধ্যে একজন হলেন ছেয়াদুল ইসলাম (৩৫)। তিনি তারাগঞ্জ উপজেলার  ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় ছেয়াদুল সিএনজিতে ছিলেন। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ২ জন মারা গেছেন। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।