রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বুধবার রাতে দারুসসালাম ও হানিফ ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

দারুসসালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফালে আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

আবু বকর সিদ্দিককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী অন্তরা আক্তার জানান, দারুসসালাম টাওয়ারের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন আবু বকর। পাশেই এক ব্যক্তি মোটরসাইকেলসহ পড়েছিলেন। গুরুতর আহত আবু বকরকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্তরা আরও জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেলে ছিলেন নাকি রাস্তা পার হচ্ছিলেন তা জানা যায়নি। মোটরসাইকেলের পাশে থাকা আরেক ব্যক্তিকে লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তার মেয়ে হালিমা সিদ্দিকা জানান, তাদের বাড়ি বান্দরবান সদর উপজেলায়। আবু বকর রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন এবং একটি এতিমখানায় বাবুর্চির কাজ করেন। এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

দারুসসালাম থানার ওসি তোফালে আহমেদ বলেন, এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করা হয়নি। ঢামেকে একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্য ঘটনায় যাত্রাবাড়ী এলাকায় রাত সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর মোটরসেইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আয়ান মাহমুদ দ্বীপ দ্বীপ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিহাবের বাড়ি ফরিদপুরে। তিনি ধোলাইপাড় এলাকা থেকে বাইকে করে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে শিহাবের মৃত্যু হয়।'