রাজবাড়ীতে পিকআপ ভ্যান উল্টে নিহত ১

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পিকআপ ভ্যান উল্টে শাওন খান (৪২) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কালুখালী ফায়ার সার্ভিসের পাশে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক জুয়েল রানা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাওনের বাড়ি রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামে। তার বাবার নাম দারোগ আলী শেখ। শাওন অনন স্যাটলিংক নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে টিম লিডার হিসেবে চাকরি করতেন।

হাইওয়ে থানা সূত্র জানায়, পিকআপ ভ্যানে চালকসহ মোট ৪ জন ছিলেন। তারা রাজবাড়ী সদর থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। কালুখালী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছানোর পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিকআপ ভ্যানের পেছন থেকে শাওন ছিটকে পড়েন। গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটিও রাস্তার পাশে উল্টে যায়।

অনন স্যাটলিংকের সত্ত্বাধিকারী উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন থেকে মাজবাড়ী ইউনিয়ন পর্যন্ত ইন্টারনেট সংযোগের ফাইবার ক্যাবল কেটে গিয়েছিল। গত রাত ১১টার দিকে এ সমস্যা হয়। ঈদের ছুটি থাকায় রাতে মেরামত করা সম্ভব হয়নি। সকালে তারা সংযোগ মেরামতের জন্য তারা যাচ্ছিলেন, পথে এই দুর্ঘটনাটি ঘটে।

জুয়েল রানা আরও বলেন, পিকআপটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।