রাজশাহীতে ট্রাকচাপায় ২ যুবক নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স
রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় ট্রাকচাপায় ২ যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—জাহিদ হাসান (২২) ও ইমাজ উদ্দিন (২১)। জাহিদের বাড়ি রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় এবং ইমাজ কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা।
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি রাজশাহীর দিকে আসছিল, সে সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ২ যুবক। ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।