সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ নারী দগ্ধ

By নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভার পৌরসভা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই নারী।

আজ বুধবার বেলা ১২টার দিকে পৌর এলাকার নামাবাজারে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় সেলিনা (৬৫) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় মিতু (২২)।

আহত সেলিনা বেগমের মেয়ে সাহিনুর বেগম দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে রান্নার জন্য তার মা গ্যাসের চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে পুরো কক্ষে আগুন ছড়িয়ে যায়। সেসময় কক্ষে থাকা মিতু ও তার মা সেলিনা দুজনই দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেলিনা ও মিতুর শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে৷'