সীতাকুণ্ডের আগুন নেভাতে ঘটনাস্থলে সেনা সদস্যরা

By স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সেখানে উপস্থিত দ্য ডেইলি স্টারের প্রতিবেদক দ্বৈপায়ন বড়ুয়া জানান, সকাল সাড়ে ১০টার কিছু আগে তারা ঘটনাস্থলে পৌঁছান। এখন তারা কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রাম নগর থেকে ৩০ কিলোমিটার দূরে কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের ওই কনটেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় রাতে সাড়ে ৩টার দিকে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা থেকে অগ্নি নির্বাচক গাড়ি পাঠাতে অনুরোধ করা হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হলেও বারবার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ছে। ডিপোতে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন জানিয়েছেন, ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ২ শতাধিক মানুষ।