সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

By স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

আজ রোববার ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সকালে দগ্ধ ৩ জনকে আনা হয়েছে। তাদের শরীরের ১৪-১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তাদের ৩ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এ কারণে জরুরিভিত্তিতে তাদের আইসিইউ সাপোর্ট লাগবে। এখন তাদের আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছে।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'দগ্ধ ব্যক্তিরা হলেন- শিল্প পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান, স্থানীয় বাসিন্দা খালেদুর রহমান এবং ডিপোর সিকিউরিটি ইনচার্জ মাকফারুল ইসলাম।'