৩ জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ নিহত ৩

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ-পাবনা-মানিকগঞ্জ

দেশের ৩ জেলা ময়মনসিংহ, পাবনা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় আব্দুস সামাদ (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের হরিরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হরিরামপুর মোড়ের দোকানে চা পান করে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সামাদ। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসসহ চালক পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পাবনার আটঘরিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পাবনা-সুজানগর সড়কের খয়েরসুতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত মো. ইসমাইল হোসেন (৪০) আটঘরিয়া উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা এবং আটঘরিয়ার উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোনতাকিমুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইসমাইল ঈদের পর পাবনার সুজানগরের তাতিবন্দ গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। আজ দুপুর ১২টায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে পাবনা-সুজানগর সড়কের খয়েরসুতিতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক-নসিমনের সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হরিরামপুর উপজেলার চালা বাজার সংলগ্ন হরিরামপুর-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক এরশাদ মোল্লা (৩০) হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের বাসিন্দা।

হরিরামপুর থানার এস আই অতুল কুমার বলেন, 'হরিরামপুর উপজেলা থেকে ঝিটকাগামী ইট ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে যায় এবং ট্রাকের চাকায় পৃষ্ঠ হন নসিমন চালক। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।