৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৪
সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় আজ শুক্রবার ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ১ মোটরসাইকেল আরোহী ও ১ পথচারী, জয়পুরহাটে ১ মোটরসাইকেল আরোহী, কুষ্টিয়ায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে।
এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সৈয়দপুরের বাশবাড়ী মহল্লার বাসিন্দা সানি (১৮) ও পার্বতীপুর উপজেলার জাকেরগঞ্জ গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৬০) ও ।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সানি তার এক বন্ধুসহ মোটরসাইকেলে সৈয়দপুর থেকে পার্বতীপুর দিকে যাচ্ছিলেন। এ সময় জাকেরগঞ্জ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নুরুল ইসলামকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যান। এ সময় সানি আহত হন। তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।
নিহত ২ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান ওসি ইমাম জাফর।
জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ৪ জন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী মারা যান। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন-পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মোহন হোসেন (২০), নিলত পাড়া গ্রামের গোলজার হোসেন (৩০), মৃধনপাড়া গ্রামের জয়লাল হোসেন (৬০)।
কুষ্টিয়া
কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন।
আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়ার বটতৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অঞ্জনা খাতুন (৪০) ও তার ছেলে ইফতিয়াজ (২২)। দুর্ঘটনায় ইফতিয়াজের ছোট ভাই ইফাদ আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকার বাসিন্দা ছিলেন। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে জানান, কবুরহাট থেকে মোটরসাইকেলে ইফতিয়াজ তার মা ও ছোট ভাইকে নিয়ে শহরের মোল্লাতেঘরিয়ায় নানীর বাসায় যাচ্ছিলেন।
পথে বটতৈল মোড় এলাকায় ঝিনাইদহ থেকে পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ইফতিয়াজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অঞ্জনা ও ইফাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে দুপুর ২টার দিকে অঞ্জনা মারা যান।
ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও, চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ডেইলি স্টারকে জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে শিশু সামিয়া সদর উপজেলার বালিকাপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল।
এ সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেওয়ার পথে সামিয়া মারা যায়।
নিহত সামিয়া শিফা (৫) রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর দাশুপাড়ার রায়হানের মেয়ে।
এ ঘটনায় অটোরিকশা চালক আল-আমিনকে আটক করেছে পুলিশ।
এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার নলবোনা এলাকায় সকাল পৌনে ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষে রিকশা আরোহী আব্দুর রশিদ ঘটনাস্থলে মারা যান।
পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর মর্গে প্রেরণ করেন।
নিহত আব্দুর রশিদ (৫৮) শিবগঞ্জ উপজেলার রাধানগর বাবলা বোনা গ্রামের বাসিন্দা ছিলেন।