মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে করোনার বিশেষ জনস্বাস্থ্য আইন ভঙ্গ করার অপরাধে ৫০০ ডলার জরিমানা করেছে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ।
টনি অ্যাবট ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধান।
গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ম্যানলি বিচে কয়েকজনের সঙ্গে হাঁটছিলেন। অন্যান্যদের মুখে মাস্ক থাকলেও টনি অ্যাবটের মুখে মাস্ক ছিল না। ওই সময় একজন পথচারী তার ছবি তুলে পুলিশকে পাঠান।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ বলেছে, জনসম্মুখে মাস্ক পরার যে নির্দেশনা রয়েছে তা অমান্য করায় সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড প্রতিদিনের করোনাভাইরাস সংবাদ সম্মেলনে এলে ঘটনাটি সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। তিনি বলেন, আমি এটুকু বলবো, আপনি যেই হোন না কেন এবং আপনার জীবনের অবস্থান যেখানেই থাকুক না কেন আপনাকে আইন মানতে হবে। আমরা জানি, এই আদেশগুলো অনেকেই পছন্দ করছেন না কিন্তু এটি প্রত্যেককে নিরাপদে রেখেছে।'
টনি অ্যাবট অস্বীকার করেছেন যে তিনি আইন ভঙ্গ করেছেন। তবে তিনি বলেছেন, আমি জরিমানাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি না কারণ আমি পুলিশের সময় নষ্ট করবো না।'
গোটা অস্ট্রেলিয়ার মধ্যে করোনায় নিউ সাউথ ওয়েলস রাজ্যই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। টানা তিন মাস চলছে লকডাউন। বলবৎ আছে কারফিউ। কোভিড ১৯ বিধি নিষেধ মানতে নামানো হয়েছে সেনাবাহিনী। এরপরও মহামারি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। প্রতিদিন দ্রুত গতিতে বাড়ছে শনাক্ত ও মৃতের সংখ্যা।
খুব স্বাভাবিকভাবেই প্রশাসন একটুও ছাড় দিচ্ছে না কাউকে।
এর আগে গত ২৮ জুন নিজের এলাকার একটি পেট্রোল পাম্পে মাস্ক না পড়ার অপরাধে অস্ট্রেলিয়ার বর্তমান উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসকে ২০০ ডলার জরিমানা করে পুলিশ। মন্ত্রী তখন মিডিয়াকে বলেছিলেন, আমি মাত্র ৩০ সেকেন্ড মাস্ক ছাড়া ছিলাম। এটি ছিল আমার ভুল সিদ্ধান্ত। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করায় তাদের ধন্যবাদ জানাই।'
গত বছরের এপ্রিল মাসে মন্ত্রী বব হারউন করোনাকালীন বিধিনিষেধ লঙ্ঘন করলে পুলিশ তাকে ১ হাজার ডলার জরিমানা করেছিল। ওই ঘটনায় তিনি পদত্যাগ করেছিলেন।
গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ লাখ ৫ হাজার ৫০৫ জনকে পরীক্ষা করে ১ হাজার ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে একজনের বয়স ২০ বছর।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক