৩ জনের করোনা শনাক্ত, চীনের ইউঝৌ শহর লকডাউন

By স্টার অনলাইন ডেস্ক

শহরের ৩ জনের করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরেই লকডাউন জারি করেছে চীন।

সিএনএন জানায়, চীনের মধ্যাঞ্চলীয় ইউঝৌ শহরে গত রোববার ২ জনের করোনা শনাক্ত হয়। সোমবার আরও ১ জনের করোনা শনাক্তের পর আজ মঙ্গলবার শহরজুড়ে লকডাউন জারি করা হয়েছে। শহরের প্রায় ১২ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্কুল, গণপরিবহন, শপিংমল ও পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা সুপারমার্কেট, মেডিসিন উৎপাদন এবং এনার্জি প্ল্যান্টের মতো প্রয়োজনীয় শিল্পে কাজ করেন তাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, সোমবার দেশটির ৩টি প্রদেশে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।