অতিরিক্ত ভাড়া আদায়ে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা
হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সারাদেশে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সরকার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মহামারির আঘাত মোকাবিলায় সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
অনেক বাস অপারেটর পরিস্থিতির সুযোগ নিয়ে বর্ধিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করেছেন। এমনকি কেউ কেউ ৫০ শতাংশ বেশি ভাড়া নিচ্ছেন। সিএনজিচালিত বাসের জন্য নতুন ভাড়া প্রযোজ্য হবে না বলে সরকার যে নিয়ম ধার্য করেছে, সেটাও লঙ্ঘন করা হচ্ছে। এতে যাত্রী ও বাস অপারেটরদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে প্রতিনিয়ত।