অদম্য সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা আমিন হেমরম
একজন অদম্য গেরিলা বীর মুক্তিযোদ্ধা আমিন হেমরম। ১৯৭১ সালে ২৬ বছরের যুবক হেমরম অংশ নিয়েছিলেন সম্মুখ সমরে। আব্দুস সামাদ কমান্ডারের নেতৃত্বে শত্রুমুক্ত করেন শিবগঞ্জ উপজেলার আড়গাড়া হাট। সেপ্টেম্বর মাস পর্যন্ত সেটি মুক্তাঞ্চল ছিল। ভৌগোলিক কারণে আড়গাড়া হাট পাকিস্তানিদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।
বিজয়ের ৫০ বছরে আজকের স্টার স্পেশালে দেখুন এই বীর মুক্তিযোদ্ধার গল্প।