অধিগ্রহণ ছাড়াই গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

By নিউজ+

কোনো ভূমিদস্যুর হাতে নয়, খোদ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কাছে ব্যক্তিগত জমি হারিয়েছেন কয়েক হাজার নাগরিক।

জমি মালিকদের অভিযোগ, ভূমি অধিগ্রহণ না করেই চলতি বছরের শুরুতে সিটি করপোরেশনের কর্মীরা নানা স্থাপনা ভেঙে দিয়েছেন। কাউকে আবাসিক ভবন, কারখানা, দোকান বা সীমানা প্রাচীর আংশিকভাবে ভাঙতে বাধ্য করেছেন।

ব্যক্তিগত জমি হারানো মানুষের দুর্দশা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। আজ স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।