অনুদানের সিনেমায় প্রথমবারের মতো বিদেশি নায়িকা

By স্টার শুটিং স্পট

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং ভারতীয় অভিনেত্রী পার্ণো মিত্র অভিনীত 'বিলডাকিনি' ছবির শুটিং চলছে উত্তরবঙ্গের নাটোর এবং নওগাঁ জেলায়।

ঔপন্যাসিক নূরুদ্দিন জাহাঙ্গীরের 'বিলডাকিনি' উপন্যাস অবলম্বনে, বাংলাদেশ সরকারের অনুদানের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন ফজলুল কবির তুহিন। 

আজকের স্টার শুটিং স্পট-এ থাকছে 'বিলডাকিনি' ছবির কলাকুশলীদের সঙ্গে আড্ডা এবং গল্প।