অপহরণের অভিযোগে গ্রেপ্তার সিআইডির এএসপিসহ ৫ জন

By স্টার নিউজ+

 

অপহরণ ও মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রংপুর সিআইডির একজন এএসপি, সিআইডির তিন সদস্যসহ পাঁচ জনকে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ফারুক, মাইক্রোবাসচালক হাবিব ও ফসিউল আলম পলাশ।

অপহরণের এই ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।