অবিক্রিত গরু নিয়ে বিপাকে পাবনার ক্ষুদ্র খামারিরা
লোকসান আর হতাশা নিয়ে এবার ঈদে বাড়ি ফিরেছেন অনেক গরু ব্যবসায়ী এবং খামারি। ক্ষুদ্র বিনিয়োগকারী এসব প্রান্তিক মানুষের বিনিয়োগ যেমন উঠে আসেনি, একইভাবে হাট থেকে ফিরিয়ে আনা গরুর মৃত্যু ঝুঁকিও আছে। থেমে নেই পরিচর্যার পেছনের খরচ।
এখন হতাশায় দিন পার করছেন পাবনার গরু ব্যবসায়ী এবং খামারিরা।
কীভাবে সামাল দেবেন লোকসান? কীভাবে শোধ করবেন ঋণ?
ক্ষুদ্র খামারিদের দুর্দশা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ+ এ থাকছে খামারিদের কথা।