অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ডুলাহাজরা সাফারি পার্ক

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

কক্সবাজারের ডুলাহাজরা ও পাগলির বিলের আশেপাশে আছে বিভিন্ন বনাঞ্চল, জলাধার ও সাফারি পার্ক। ৫ বছর আগে জেলা প্রশাসন বালু উত্তোলনের জন্য এই ২টি বিল ইজারা দেয়। ইজারা পাওয়ার পর স্থানীয় যুবলীগ নেতারা এখান থেকে প্রতিদিন শতাধিক ট্রাক বালু উত্তোলন করছেন।

এই ইজারা বাতিলের চেষ্টা করেও কেন বারবার ব্যর্থ হয়েছে বন বিভাগ? বালু উত্তোলনে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সে সম্পর্কে কি কোনো ধারণা আছে সরকারের?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে কক্সবাজারে ইজারার নামে বালু উত্তোলন নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক মোস্তফা ইউসুফ।