অ্যান্টিক মুদ্রা বিক্রির নামে প্রতারণার নতুন ফাঁদ!
নকল ধাতব মুদ্রাকে প্রাচীনকালের অতি মূল্যবান মুদ্রা দাবি করে সেগুলো বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি দেশি ও আর্ন্তজাতিক প্রতারক চক্র। দেশ-বিদেশের আরও একাধিক চক্রের সঙ্গে যোগাযোগ আছে তাদের।
এ প্রতারক চক্রগুলোর টাগের্ট দেশের ধনাঢ্য ব্যবসায়ীরা। গুলিস্থানের ফুটপাত থেকে ১০০ বা ২০০ টাকায় মুদ্রা কিনে সেগুলোকে অ্যান্টিক মুদ্রা দাবি করে বিক্রির মাধ্যমে মানুষকে কোটি কোটি টাকা অর্জনের লোভ দেখাত তারা। তারপর ফাঁদ পেতে হাতিয়ে নিত লাখ লাখ টাকা।
কীভাবে এই প্রতারক চক্র ধনাঢ্য ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে? কীভাবেই বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলো তারা? স্টার ক্রাইম ফাইলসের আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই বিষয়গুলো।