অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঝুঁকিতে বাংলাদেশ

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ফলে সাধারণ সর্দি-জ্বর, কাটাছেঁড়া থেকে বড় ইনফেকশন, সবকিছুই রূপ নিচ্ছে মারণ ব্যাধিতে, কাজ করছে না কোনো ওষুধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৈশ্বিক স্বাস্থ্যের ওপর সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। আর বিশেষজ্ঞদের মতে, এ দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে কী—কেন তা নিয়ে বিশেষজ্ঞদের এত শঙ্কা? বাংলাদেশ ঠিক কতটা ঝুঁকিতে আছে? সম্ভাব্য এই বিপর্যয় থেকে বাঁচতে আমাদের করণীয় কী?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং বাংলাদেশের ঝুঁকি নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে  আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন।