আগামী বছরের ডিসেম্বরে চালু হতে পারে দোহাজারী-কক্সবাজার রেলপথ

By স্টার অন দ্য স্পট

সারাদেশ রেল নেটওয়ার্কের আওতায় আনতে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০১ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ। করোনা মহামারির কারণে নির্মাণ কাজে কিছুটা ধীর গতি দেখা দিলেও এখন কাজ চলছে পুরোদমে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ১০১ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী গিয়েছিলেন কক্সবাজার দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে জানতে। তার অভিজ্ঞতা নিয়ে আজকের স্টার অন দ্য স্পট।