আলুর বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক-ব্যবসায়ী
ক্ষেতে ফলেছে আশাতীত পরিমাণের আলু। তবুও হাসি নেই কৃষকের মুখে। দেশব্যাপী লকডাউনের কারণে চাহিদা কমে যাওয়ায় আলুর বাম্পার ফলনও কৃষক ও ব্যবসায়ীদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্টার নিউজ প্লাসে আজ থাকছে এই সংকটের নানা দিক।