ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর রাশিয়ার বৈদেশিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে পাশ্চাত্যের দেশগুলো বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। উড়োজাহাজ চলাচলেও আসে নিষেধাজ্ঞা। রাশিয়ায় কোনোভাবে যেন মার্কিন ডলার প্রবেশ করতে না পারে, তারও ব্যবস্থা নেয় জো বাইডেনের সরকার।

এর ফলে কি রাশিয়ায় রপ্তানি করা পোশাকের মূল্য পেতে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা? তাদের বর্তমান ও ভবিষ্যৎ অর্ডারের কী হবে? নাকি রাশিয়ায় পোশাক রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে? ডলার ছাড়া রাশিয়ার সঙ্গে লেনদেনই বা হবে কীভাবে?

বাংলাদেশ থেকে রাশিয়ায় পোশাক রপ্তানির বর্তমান পরিস্থিতি নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক রেফায়েত উল্লাহ্‌ মীরধা।