ই-কমার্সে প্রতারণা রুখতে কতটুকু কাজে আসবে খসড়া নীতি?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

বিভিন্ন ই-কমার্স সাইট, সোশাল মিডিয়া গ্রুপ এবং পেইজে মাছ-মাংস-পোশাক-ওষুধ-গাড়ি-ফ্ল্যাট -- পাওয়া যাচ্ছে সব কিছু। ব্যবসা হচ্ছে হাজার কোটি টাকার। অস্বাভাবিক লাভের আশা দেখিয়ে, প্রতারণার ফাঁদ পেতে অনেক ই-কমার্স সাইট অসংখ্য গ্রাহককে পথে বসিয়েছে। ই-ভ্যালি, ই-অরেঞ্জের মতো পনজি স্কিমের পর সরকার দেশের সকল ই-কমার্স ব্যবসাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে খসড়া নীতি প্রণয়ন করেছে।

কী আছে এই খসড়া নীতিতে? নতুন নীতি কি আসলেই প্রয়োজন নাকি চলমান আইন দিয়েই তা নিয়ন্ত্রণ সম্ভব ছিল?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সরকারের ই-কমার্স সেক্টর নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে খন্দকার মোঃ শোয়েব সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।