ঈদে দুই শতাধিক গরু কোরবানি দেবে রোহিঙ্গারা

By স্টার নিউজবাইটস

ঈদে কোরবানির গরু পেয়ে আনন্দমুখর পরিবেশ এখন ভাসানচরে। সেখানে বসবাসরত রোহিঙ্গাদের ঈদ আয়োজনে থাকছে দুই শতাধিক গরু। সরকার এবং দেশি-বিদেশি সাহায্য সংস্থা এই ঈদে তাদের জন্য কোরবানির গরু উপহার দিয়েছে। এছাড়া, কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের জন্যও কোরবানির আয়োজন করা হয়েছে।

দেখুন স্টার নিউজবাইটসে।