উন্নয়নশীল দেশ বাংলাদেশ: কী পেলাম, কী হারালাম?
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির বছরে একটি বড় অর্জনের সংবাদ এসেছে গতকাল। সেটি হলো--বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করা হয়েছে। ৪৫ বছর ধরে এলডিসি হিসেবে থাকার পর গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে এই অনুমোদন দেওয়া হয়েছে।
কীভাবে অর্জন করল বাংলাদেশ এই মর্যাদা? এর ইতিবাচক দিক কী? উন্নয়নশীল দেশ হবার ফলে কি বাংলাদেশ কি কোনো সুবিধা থেকে বঞ্চিত হবে? আমরা কি প্রস্তুত উন্নয়নশীল দেশ হবার জন্য?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আহসান হাবীবের সঙ্গে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবার সম্ভাবনা এবং ঝুঁকি নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মীরধা।