উন্নয়নের নামে খেলার মাঠ দখল করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
দখল এবং অব্যবস্থাপনার কারণে ঢাকা শহর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। আর মাঠ উন্নয়নের নামে এই ভূমিকায় যদি অবতীর্ণ হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মতো প্রতিষ্ঠান, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে এই মাঠগুলো বাঁচানোর দায়িত্ব কার? উন্নয়নের নামে ঢাকার ধুপখোলা মাঠে একটি বিপণি বিতান নির্মাণ শুরু করেছে ডিএসসিসি।
ধুপখোলা মাঠ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ+ এ থাকছে ধুপখোলা মাঠের করুণ চিত্র।