উন্নয়ন প্রকল্পটি যেভাবে বদলে দিয়েছে একটি জনপদ

By স্টার অন দ্য স্পট

দ্রুত গতিতে এগিয়ে চলেছে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিতব্য এই প্রকল্প এলাকার বাইরের জনজীবনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ৮-১০ বছর আগে যারা ঈশ্বরদী উপজেলার পাকশী, রূপপুর, নতুনহাট বা আশেপাশের এলাকা সর্বশেষ দেখেছেন, তাদের চমকে দিতে পারে এলাকার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই পরিবর্তন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার এই পরিবর্তন দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন দ্য ডেইলি স্টার'র সাংবাদিক আহমেদ হুমায়ুন কবির তপু। আজকের স্টার অন দ্য স্পটে থাকছে তার অভিজ্ঞতার কিছু অংশ।