উন্নয়ন প্রকল্পের দায়িত্ব নিয়ে জেলা প্রশাসক-প্রকৌশলী দ্বন্দ্ব

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান এখন থেকে জেলা প্রশাসনের দায়িত্বে থাকবে। সরকারি নতুন এই নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারীরা। প্রকৌশলীদের সংগঠন দ্য ইনস্টিটিউটশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) থেকে জানানো হয়েছে এই নির্দেশনা বাতিল না করলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে নামবেন তারা।

প্রকৌশলীদের বলা হয়েছে জেলা প্রশাসকদের কোনো তথ্য না দিতে। কেন এই নির্দেশনা দেওয়া হলো? প্রকৌশলীরা এই নির্দেশনার বিরুদ্ধে কেন আন্দোলন করছেন?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে উন্নয়ন প্রকল্পের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া এবং প্রকৌশলীদের অবস্থান নিয়ে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আজ আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।