উপকূলে ঘরহারা মানুষ জলবায়ু সম্মেলন থেকে কী পাবে? 

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের একটি রিপোর্টে উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুহারা হবে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। একদিকে লবণাক্ততা বেড়ে নষ্ট হচ্ছে কৃষি জমি, অন্যদিকে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানছে নিয়মিত। বাঁধ ভেঙে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্রসহ পুরো গ্রাম। জলবায়ু শরণার্থী হচ্ছে অসংখ্য মানুষ।

উপকূলীয় অঞ্চলের জলবায়ু শরণার্থীরা কীভাবে দিন কাটাচ্ছে? কতটা অনিশ্চিত আর ভয়াবহ সেখানকার অবস্থা? জলবায়ু রক্ষায় বিশ্বব্যাপী অগ্রগতি কতটুকু? কপ২৬ সম্মেলন থেকে কী পাবে বাংলাদেশ?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কপ২৬ সম্মেলন নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।